রবিবার

কথাগুলি




কথাগুলি উড়াল দিচ্ছে কিন্তু মাটির সাথে লেগে আছে পা
ও শাখায় শাখায় ফাগুনধারার আগুন এবং অঙ্গে মূঢ়তা
নিয়ে দাঁড়িয়ে আছে অতল জলের পাশে এক অনিলবরন গাছ
কথাগুলি উড়ছে তাদের চমৎকৃত পাখায় পাখায় অমল মুগ্ধতা
কিন্তু আকাশনীল ফিরিয়ে দিচ্ছে উড়াল পাখী বিমূঢ় তাই পথ পাচ্ছে না
পাতায় পাতায় সোনালী জলের আখরগুলি পুড়তে থাকে-পুড়তে থাকে গা
অতল জলের গভীর থেকে উৎসারিত কথাগুলি পুড়তে থাকে-দগ্ধ যন্ত্রণায়
গাছের শাখায় দিনফুরোনো অন্ধকারের নিমগ্নতায় জমতে থাকে বিষন্নসন্ধ্যা ।

কথাগুলি উড়াল দিচ্ছে কিন্তু মাটির সাথে লেগে আছে পা
আকাশ জুড়ে উড়তে থাকে, আখরগুলি নাই
শুধু কাগজগুলি এদিক ওদিক আর অন্ধকারের হৃদয়খাকী হা ।।
ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ