মঙ্গলবার

কিছু পড়ে থাকে

কিছু পড়ে থাকে ঝরে পড়া পাতার গায়ে সবুজ গন্ধের গান লেগে থাকে। কিছু লেগে থাকে চোখের জলে ভেজা গালের ওপর বেদনার সুখ জেগে থাকে। কিছু জেগে থাকে পাতার নীচে বসা পাখীর ডানায় বাতাস রৌদ্রের প্রাণ জমে থাকে কিছু জমে থাকে ফুরোয় না কিছুই এই নষ্ট পচা আর থ্যাতলানো জীবনকে মাটি তার একতারায় বীজ-সুরে ডাকে।

২টি মন্তব্য:

  1. হয়ত পাতার নিচে বসা পাখীর ডানায় কিছু জেগে থাকে...

    উত্তরমুছুন
  2. এই পোস্টে আপনার দেয়া ছবিটি চুরি করলাম। ব্যবহারে আপত্তি থাকলে দয়া করে জানাবেন।

    রাফি
    www.sachalayatan.com/nabiul

    উত্তরমুছুন

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ