বৃহস্পতিবার

যদি হয় প্রকৃত বিষাদ

যদি প্রকৃত বিষাদ হয়, বিকেলের পর যে কোনো প্রহরে তাঁকে ধরে নিয়ে এসো তাঁর জন্যে রেখে দেবো শুদ্ধ আয়োজন। যদি সে সন্ধ্যায় আসে নক্ষত্রের বেদনায় তাঁর বিছাবো আসন যন্ত্রণার সব নীল গায়ে মেখে নিয়ে নতজানু হয়ে তাঁকে কবিতা শোনাবো অথবা যদি সে নিজে অন্ধকারে আসে, বেছে নেয় মধ্যযাম প্রথমে তাঁকে নিয়ে কষে মদ খাবো, তারপর অবিরাম সম্ভোগ করবোআমি তাঁকে সারারাত। যদি প্রকৃত বিষাদ হয়, তবে বিকেলের পর যে কোনো প্রহরে তাঁকে ধরে নিয়ে এসো।

1 টি মন্তব্য:

  1. বহুদিন আগেই ঠিকানা পাওয়া সত্বেও সেভাবে পড়া হয়নি এই বা দেখা হয়নি এই মালাগুলো, আজকে এক একটি মালা দেখতে গিয়ে তীব্র আফসোস হলো, কেন রোজ আসি না এখানে

    উত্তরমুছুন

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ