বৃহস্পতিবার

এখন ভাঙন, শুধু বিপন্ন ভাঙন

কবে কোন সুদূর সম্ভাবনায় বীজের উদ্গম হবে 
যাত্রা সেই দুর্গম বন্ধুর পথে,
লোভ তাতে মাত্রাহীন ঝড় ও বৃষ্টির রগড় । 
সৃষ্টি কবে ক্ষমতার কেন্দ্রীভূত খোসা ছেড়ে 
মানবিক ভোর হবে আবিশ্বে আগামী
ততদিন সময় কঠিন, বিরুদ্ধ, পরাক্রমী। 
 
নিভু দীপশিখা আশ্চর্য ঔজ্জ্বল্যে জ্বলে রবে কিনা সেই প্রশ্নচিহ্ন 
ছিন্ন আশা , সংক্রামক ভাঙনসহ এখন হাজির। 
বীরগাথা, ইতিহাস, আঁটোসাটো ভবিষ্যতে কী কীর্ত্তি বিকাশ
কী মাহাত্ম্য কথন......
ততদিন রবে আলোড়ন চৈতন্যের হাড়রক্তময় ?
নাকি অবক্ষয় 
লয় আর মুগ্ধ অবগাহন ? 
 
এখন ভাঙন শুধু, বিপন্ন ভাঙন।

৪টি মন্তব্য:

  1. Somoy abhabe kichu pora holo besir bhag i roilo baki.Chamatkar getup.
    Font size jodi arektu barano jai tobe amader jonno bhalo hoi.

    উত্তরমুছুন
  2. দু:সময়ের প্রতীক, লক্ষ ভ্রান্ত পথিক।
    ভাঙনে জোয়ার লাগে,
    গনতন্ত্রের ধ্বজা যখন,
    'নাপাম' বোমার স্বাদে।

    - শ্রীদীপ

    উত্তরমুছুন
  3. এখন ভাঙন শুধু বিপন্ন ভাঙন খুব সত্যি কথা বলেছেন কবি...”ততদিন সময় কঠিন, বিরুদ্ধ”... চৈতন্যের দ্বার ততদিন প্রাণময় থাকবে কিনা জানা নেই সে প্রশ্নের উত্তরও...তবু কবির এই উচ্চারণ ভালো লাগল

    উত্তরমুছুন

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ