বৃহস্পতিবার

অনন্ত এই ছায়ার পথে

অনন্ত এই আলোর পথে যেতে যেতে ছায়া রেখে গেছে। 
আলোর মধ্যে ঘরে ফিরে সেই ছায়াই অন্ধকার। 
নিকষ কালো অন্ধকার। 
স্ত্রী শুধায়, যদি না খোলে এই বন্ধ দ্বার ? 
তবে কোথায় শয্যা পাতো ? 
হলদেটে ঐ ঘাসে ? 
অনন্ত ঐ ছায়ার পথে ? গহন মেঘের পার ? 
 
বর্ষা নামে, বর্ষা নামে 
অন্ধকারে নষ্ট ইজেল ভেজে 
বর্ষা নামে। 
অন্ধকারে চুপিসারে বোবা ঘাস 
আর হিজলপাতা ভেজে 
দরজা খোলো দরজা খোলো 
আলো আসুক ঘরে। 
 
অনন্ত এই যাত্রা পথে মেঘের ছায়া পড়ে 
বর্ষা থামুক, মেঘ কেটে যাক, 
আলো আসুক ঘরে।।

৩টি মন্তব্য:

  1. তিন নম্বর প্যারাটা আমার সবচেয়ে ভাল লেগেছে। কথাগুলো খুব সুন্দর, যেন মনে গেঁথে গেল।

    উত্তরমুছুন
  2. অনন্ত এই ছায়ার পথে আলো আঁধারি কথকতা ভালো লাগল আর ওই আশাবাদ “আলো আসুক ঘরে” চর্তুদিকের এই ঘোর অন্ধকারের মধ্যে আলোর দিশা...

    উত্তরমুছুন
  3. অসামান্য তোমার কবিতা ভাবনা !

    উত্তরমুছুন

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ