সময়ের আলিঙ্গনে বাঁধা পড়ে সব,।
কেউ টের পায় , কেউ পায় না।
সময় ১
হাঁটো,
সামনে
বেড়ালের পদশব্দে কান রাখো
আঁটোসাঁটো দিন
বড় আলোহীন
তাপ নেই
লম্বা নয়, সময়ের সাঁকো।
হাঁটো।
সময়
২
দয়া করো
হে প্রচন্ড প্রতাপ- বিষম নিয়ন্তা, সময়
দয়া করো এ অধীনে
এই ভন্ডামির জীবন, ক্রম অপচয়
আর নুয়ে পড়া দিনে
হাল ধরো।
সময় ৩
তাঁকে সোহাগ করিনি, দুহাতে
জড়িয়ে ধরিনি নিবিড়
ছুঁয়েও দেখিনি চিবুক
ঠোঁটেও রাখিনি ঠোঁট অমল কামনাতে ।
যখন সে ছিলো, অপার মহিমায়
অনন্ত দিক্বিদিক
ছুঁয়ে থাকা মায়া
তবু অন্ধ, মুঠোবন্ধ,
আমার গরিমা।
এখন নিজেই তাঁকে সমস্ত দিয়েছি
পাঁজর ভেঙেছি
যা কিছু প্রিয়, আমার , ফেলেছি
উপেক্ষায়।
উড়িয়েছি
পশ্চিম বাতাসে।
এখন তাঁকে আমার সমস্ত দিয়েছি…
কেবল সেই রয়েছে মুখ ফিরিয়ে।
সময়
৪
কথা তার
বুননের
প্রথা পার করে
ছড়ায় আকাশে।
এলোমেলো ভাসে।
ভেসে থাকা ভাষা
সময়ের গোচর এড়ায়
মহাশূণ্যে ধেয়ে যায়
অনন্তের আশায়
অবশেষে
হননের
রীতি নয়, ভালোবেসে
সে কথার কথা হয়
দূর গ্রহে এসে।
সময়
৫
এসো ব্যাভিচার,
অশালীনতা।
ফুল্লকুসুমিত বাসনার ভার
ছিঁড়ে খুঁড়ে নাও।
সময়
৬
মাথা ঝিমঝিম মাথা ঝিমঝিম
সময় বায়বীয়
হাতের মুঠোয় অধরা প্রতিম
সে ভাষা পরম প্রিয়।
এমনি সে ঘোর
চোখে ঘনঘোর
শ্রাবণের মেঘ পৌষে
বরষার ভার
মেঘ মল্লার
হিম চোখে তবু
কই সে।
সময় ৭
গিয়েছে প্রাচীন শব্দ।
এখন নতুন উড়াল।
পাল
তুলে চলে নতুন সময়।
তাকে ঠেলে চলে নতুন বাতাস।
বিন্যাস
বহুদূর তার।বিশ্বজোড়া স্থান।
বদলেছে ভাষা,ভালবাসা।
এখন শিহরণ,বেদনার গান
আর আশা নিরাশার হাল
ডিজিটাল।
সময়
৮
হাঁটে
সময়
সরে যায়
জল মোহনায়
মিশে যায় কাল সমুদ্রে।
ফেরায়
না পথে আর।
কখনো বৃষ্টি, ঘন কালো মেঘের ভ্রুকুটি
জল থইথই,এলোমেলো ঝড়ে লুটোপুটি
চরাচর, পারাপার।
থামে সময়
তবু বয়ে যায় জল।
কখনো তোড়ে
তেড়ে নিয়ে যায়।
অন্ধকার ধেয়ে আসে ভোরে।
অনিশ্চয় গতি।
আবার সঞ্চালন।
ঘুর্ণিব্যুহে পড়ে আলো
সৃয়মান জল ভেঙে রোদ্দুর ঘনালো।
চির চরৈবতি।