মঙ্গলবার

পাথরের অন্ধকার

কাকে বসিয়ে রেখেছো ?
একদিন এ লোকটাই তোমাকে পথে বসাবে 
পাথরের অন্ধকারে আলো জ্বালিয়ে দিন ফেরাবে। 
“ দেখো গাছপালা কাঁপিয়ে বৃষ্টি নামছে। 
যত পচা, নষ্ট বাসনা ধুয়ে যাচ্ছে 
শেকড়ে পৌছে যাচ্ছে জল। 
প্রসব করছে নতুন সময়। 
কলকল ঘুঙুর পায়ে গান গেয়ে নাচতে নাচতে ছুটে যাচ্ছে নদী।” 
………এই গল্পকথাশুনিয়ে তুমি যাকে বসিয়ে রেখেছো 
একদিন সেই তোমাকে ঐ নদীতে ছুঁড়ে দেবে।
 কেননা কথাগুলো ক্রমশ জমতে জমতে পাথর। 
পাথর আর পাথরের অন্ধকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ