সোমবার

বিষয় দু'হাতে যেই

বিষয়কে দু’হাতে তুলে নিতেই হা হা ছুটে এলো প্রাচীন বাতাস 
অভ্রের উজ্জ্বল কণা ছড়িয়ে পড়লো চারদিকে 
মেহেদির কারুকাজময় পাতা গাছপালা থেকে খসে পড়লো টুপটাপ 
অন্দর কুঠুরীতে গোপন বৈঠক শুরু তৎক্ষণাৎ 
বিমূর্ত বোধ ও অধীত চুলের মধ্যে আঙুলের ঘোরাফেরা 
এবং আশ্চর্য এই 
নদীর ঢেউয়ের শব্দ বেজে উঠলো ছলাৎ ছলাৎ 
সুতরাং সমস্ত বোধ,অন্তরের বনস্থলী, দ্বন্দের শরীর খুটে আবার বিষয় দু’হাতে যেই অমনি ছুটে এলো প্রাচীন বাতাস ,ছড়ালো অভ্রের কণা 
এইরকম ………………প্রতিবার। 
এখন বিষয়হীনতাই শুধু বিষয় হয়েছে 
আর রয়েছে বাতাসের হা হা শব্দ 
এবং আশ্চর্য এই ,
ঢেউয়ের ছলাৎ ছলাৎ।

1 টি মন্তব্য:

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ