বৃহস্পতিবার

সে আসছে

সে আসছে 
 
গতকাল দেখেছি তাকে 
স্বপ্নে, ভোররাতে 
দেখেছি ধর্মতলায়, ন্যু মার্কেটের ভীড় আয়োজনে 
দোকানের উজ্জ্বলশো কেসে  
নরম পোষাকে 
হাসিমুখ দুষ্টু পুতুলের চোখে সে হাসছে। 
সে আসছে। 
 
কাল ভোররাতে মেখেছি তার শরীরের গন্ধ 
হাতের মুদ্রার ছন্দ 
দুলিয়ে র‌্যাপার 
মশারির ঢেউ 
সমস্ত পৃথিবী দেখি তাকে জানালো কুর্ণিশ 
যখন সে টলোমলো পায়ে পায়ে হাঁটছে 
সে আসছে

১০টি মন্তব্য:

  1. hi, any interest in exchanging blog roll links with a PR5 blog? if yes, leave your blog url as a comment at:
    BigMoneyList
    i'll link to you first, then when you have time, link back. :)

    উত্তরমুছুন
  2. সে আসছে!

    কত বিশ্বাস, কত আশা , কতোনা ভালবাসা

    তোমার হৃদয় জুড়ে আছে ।

    আগু পিছে নেই কেউ, তবু ঢেউ দেয় দোলা।

    আমার হৃদয় জলে ভাসছে ।

    কোন চোখে তুমি তাকে দেখ বন্ধু

    কোন চোখে রাখ !

    কোন উষ্ণ পেলবতা দিয়ে তুমি

    তোমার প্রেমের ছবি আঁকো !

    পুবের আকাশে তাকে দেখেছ কি কোনোদিন ভোরের সোনালি রং মাখতে !

    মেঘের আড়ালে থেকে ডেকেছে কি ভালোবেসে

    খেয়ালি সাতটি রং বুনতে !

    বিকেলে সে অধোমুখে গোলাপী আঁচলে মুখ ঢেকে ,

    দেখেছে কি ফিরে ফিরে,

    পেরেছো কি তার কথা শুনতে ?

    রাতের আগেই সে কি ঝরে গেছে -

    পরে আছে পথে !

    দেখেছ কি তাকে ফিরে যেতে !

    তোমার হৃদয় তার পেয়েছে কি দেখা ,

    বাড়িয়েছ হাত কোনোদিন,

    যে হাতের ছোঁয়া লেগে মালা থেকে ফুল গেছে ঝরে ।

    শুধু কাঁটা দিয়ে ,

    গেঁথেছ কি মালা !

    অবাক বিষ্ময়ে ,

    বেদনার লাল রক্তে করেছ কি স্নান !

    তবুও অম্লান ঐ প্রেমিক হৃদয় করেছে কি জয় ,

    জলে স্থলে অন্তরীক্ষে শুধু দেখে আলো ,

    যে আলোর পথ বেয়ে

    ভেসে আসে প্রেম

    তোমার জীবনে ফিরে ফিরে,

    নতুন আলোয় দেখ ভাসছে,

    সে আসছে ।।

    উত্তরমুছুন
  3. Great to see the whole design. You have a good pen too. I love it. But, don't you think things are too decorated here? It needs a break to, as we need light to understand darkness! Such is my understanding, you may differ. Yet again my best wishes to you.

    উত্তরমুছুন
  4. লেখাগুলো খুব ভালো। ব্লগটাও খুব সুন্দর।

    উত্তরমুছুন
  5. anek bhalo laglo kobitar shakha ,
    kobitar modhye jay kobir mon dekha .

    kobitay ki nei vranti ?

    tobuo kobitay mone ane shanti .

    ----------------------------------
    =tumar kobita gulu khubei sundor .amar subhokamona thaklo .bhalobasa sohite .

    উত্তরমুছুন
  6. अच्छी ब्लॉग हे / आप की लेखनी पड़कर बहुत खुश हुवा / आप बेंगाली मे टाइप करने केलिए कौनसी टाइपिंग टूल यूज़ करते हे /
    रीसेंट्ली मैने यूज़र फ्रेंड्ली इंडियन लॅंग्वेज टाइपिंग टूल केलिए सर्च कर रहा ता, तो मूज़े मिला... " क्विलपॅड " www.quillpad.in आप भी 'क्विलपॅड' को यूज़ करते हे क्या...?

    উত্তরমুছুন
  7. দারুন ব্লগ, বেশ ভালো লাগলো , চালিযে যাও

    হিমাদ্রি মুখোপাধ্যায

    উত্তরমুছুন

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ