বৃহস্পতিবার

মনের শরীর

শরীর শরীর শুধু নয় মনের আধার মনের আধার শরীর নতুবা আঁধার। তবে তো মনকে ছুঁয়েছো যদি শরীর ছুয়েছো শরীর ছুঁয়েছো যদি মনকে ছুঁয়েছো যদি মনের শরীর আর শরীরের মন ছুঁয়েছে বাহার তবেই শরীরে শরীর হয় মনে হয় মন অকূল পাথার।

৬টি মন্তব্য:

  1. উঃ, কি অপূর্ব ! I am overwhelmed at the first glance of this blog.

    উত্তরমুছুন
  2. মন ছুঁলো। তোমার হাতের আঙুল্গুলো ছুঁয়ে দেখার ইচ্ছে রইলো।

    উত্তরমুছুন
  3. মন আর শরীরের কি অদ্ভুত সম্পর্ক; ভালোবাসে যে - সেই জানে । কবিতাটি এই নিগঢ় সত্যের কথাই বলে - অকৃপণে।

    - শ্রীদীপ

    উত্তরমুছুন

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ