বৃহস্পতিবার

নবীন ফাগুনে হঠাৎ বৃষ্টি

গমনরতা শীতের আঁচল জড়িয়ে নিলো আচম্বিতে ভ্রমনরত কতেক জলদ বাউন্ডুলে এক লহমায় সকল অবাক, প্রথম ফাগুন, এমনতরো চিকন সবুজ ভিজোয়নি আর পশমসুখী এক মহাজন মুচকি হাসেন, অন্যে দুখী জড়সড়ো সঙ্গোপনে নবীন পথিক যুগলযুবা রোমাঞ্চিত আঙুল জড়ায় ঘনিষ্ঠতার মর্মমূলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ