মঙ্গলবার

দেখা হয় নাই

দেখা হল না
 বন্ধু বলেছিলো, ‘শবরীর প্রতীক্ষা’ মৃদু হেসে ।
 সে অতিকথা। তেমন সত্য প্রত্যয় নেই অন্তর্কোষে। 
তেমন কল্পনা আবিষ্ট রাখে শুধু তৃপ্ত অনুভবে। 
 
 ‘প্রতীক্ষা’র ধ্বনিমূলে সংবৃত আছে এক অদ্ভুত সংগীত এবং দৃঢ় ক্রিয়াশীলতা 
যা মৌল,আমূল টানটান রাখে চেতনায়,প্রেমে।
আবিলতা ছাড়িয়ে সমুদ্যম মর্মমূলে নিষ্ঠার গৌরবে। 
 
 ‘প্রতীক্ষা’ হল যুদ্ধ বিধুত হৃদয়ে সাধনা,আকাঙ্খা ও সংকল্পের প্রেরণা 
যা অনিবার্য তুষার গলায়।
নৃত্য ও সুরের মূর্ছনায়
 অবশেষে নদী বয়,অনিরুদ্ধ। 
জয়ের বৈভবে। 
 
 হয়তো হৃদয়ে ছিলোনা শবরী প্রত্যয় 
তাই দেখা হয় নাই 
দেখা নাহি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধূপের গন্ধময় মৃত্যু

জীবনের গর্ভ থেকে লোভ বয়ে আনে।

হে জীবনানন্দ,

পৃথিবীর সব ট্রামগাড়ি হত্যাকারী নয়

এই ভেবে দুঃখ আমার,

তেমন গন্ধের কারন হবো কবে।



অনেক ব্লগের ভীড়ে আর একটি বাংলা ব্লগ